Barak UpdatesHappeningsBreaking News
এসএইচজি সদস্যদের আয় বছরে এক লক্ষ করার ব্যবস্থা নিতে নির্দেশ গ্রামোন্নয়ন মন্ত্রীর
২৭ সেপ্টেম্বর : রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন, অসামরিক সরবরাহ ও পিএইচই মন্ত্রী রঞ্জিৎ কুমার দাস আত্মসহায়ক গোষ্ঠীগুলির সদস্যদের বার্ষিক আয় কম করেও একলক্ষ টাকা করার মতো পরিবেশ তৈরি করে দিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্পগুলি খতিয়ে দেখার সময় এই নির্দেশ দেন। তিনি বলেন, গ্রামোন্নয়ন বিভাগের প্রতিটি প্রকল্প রূপায়নে সরকারি নীতি নির্দেশিকা রূপায়ণ করা হচ্ছে কি না তার উপর সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে।
গ্রামোন্নয়ন মন্ত্রী জেলার অসম্পূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলি শীঘ্র সম্পূর্ণ করার ব্যবস্থা নিতে বিভাগকে বলেন। অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের প্রকল্পগুলি খতিয়ে দেখার সময় সভায় জানানো হয়, এখন পর্যন্ত জেলায় ১৩৩ জন তাদের রেশন কার্ড ফিরিয়ে দিয়েছেন। সরবরাহ মন্ত্রী দাস রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের ওপর জোর দিয়েছেন। প্রশাসন থেকে সভায় জানানো হয়েছে, এখন পর্যন্ত জেলায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের ২৪ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
জেলার পিএইচই বিভাগের কাজকর্ম খতিয়ে দেখার সময় মন্ত্রী দাসকে জানানো হয়, আলগাপুরে নির্মীয়মান বৃহত্তর আলগাপুর পানীয়জল প্রকল্পটির কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই এলাকার ২১ হাজার লোক উপকৃত হবেন। জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সোমবারের তিনটি রিভিউ মিটিংয়ে জেলার তিন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, নিজাম উদ্দিন চৌধুরী এবং জাকির হুসেন লস্কর সহ জেলাশাসক রোহন কুমার ঝা এবং জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা অংশ নেন।