NE UpdatesHappeningsBreaking News
এসআই নিযুক্তি কেলেঙ্কারির চার্জশিট দিল সিআইডি
৩৬ অভিযুক্তের মধ্যে আছেন পিকে দত্ত, সঞ্জিতকৃষ্ণ, অক্ষয়চাঁদ বৈদও
১৮ ডিসেম্বরঃ পুলিশের সাব-ইন্সপেক্টর নিযুক্তি মামলায় চার্জশিট পেশ করল সিআইডি। ৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে তাতে। তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ডিআইজি পিকে দত্ত, পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ, প্রাক্তন বিজেপি নেতা দিবান ডেকা, পরীক্ষা নেওয়ার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান অক্ষয়চাঁদ বৈদ৷
সিআইডিকে এই কেলেঙ্কারি তদন্তের জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। ৮৭ দিনেই গুয়াহাটি হাইকোর্টের বিশেষ বিচারপতির কাছে চার্জশিট জমা দিল। ২ হাজার ৬০০ পাতার চার্জশিট। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ১ হাজার ২১৭ পাতার নথি। রয়েছে ৫ অভিযুক্তের জবানবন্দি, ৩২ জনের সাক্ষ্যও।
সিআইডি কর্তারা জানিয়েছেন, তদন্তে নেমে তাঁরা ৬ কোটি ২৬ লক্ষ ৬৯ হাজার ৪৪০ টাকা বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্ত হয়েছে ৩২ টি মোবাইল, ১১টি ডিজিটাল ভিডিও রেকর্ডার, ৫টি ল্যাপটপ, ৯টি গাড়ি ও ১টি মোটর সাইকেলও।