India & World UpdatesHappeningsSportsBreaking News
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
ওয়েটুবরাক, ১৩ আগস্ট : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ বার চ্যাম্পিয়ন হলো ভারত৷ মালয়েশিয়াকে ৪-৩ ব্যবধানে পরাস্ত করেছে হরমনপ্রীতরা। গ্রুপ পর্বেও এদের ৫ গোল দিয়েছিল ভারত। দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারেও অনেক এগিয়েছিল ভারতীয় দল। সেমিফাইনালে জাপানকে পাঁচ গোলে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, জাপান ম্যাচ ছাড়া গ্রুপে সব ম্যাচেই ভারতীয় দল জিতেছিল। ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারানো।
শনিবার চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন যুগরাজ সিং। এরপর পরপর তিনটি গোল হজম করতে হয়েছে তাঁদের। আবু, রাজি রহিম এবং আমিনুদ্দিন দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় ডিফেন্সকে তছনছ করে গোল করে যায়। এদিন ভারতীয় ডিফেন্সকে দেখে অত্যন্ত শ্লথ মনে হচ্ছিল। মালয়েশিয়ার গতি সামলাতে পারছিলেন না এঁরা। কিন্তু মরার আগে মরেনি। তৃতীয় কোয়ার্টারে সুখজিতকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ভারত। গোল করেন হরমন। ৩০ সেকেন্ড পর তিন নম্বর গোল। এবার গুরজন সিং।
মনে হচ্ছিল ম্যাচ টাইব্রেকারে চলে যাবে। কিন্তু ৪ মিনিট আগে তাঁর স্বপ্নের গোল করে গেলেন আকাশদীপ সিং। মনদীপ পাস ধরে হাফ টার্ন করে জোরালো শটে জাল কাঁপিয়ে দিলেন। গোটা টুর্নামেন্টে সেভাবে ছন্দে না থাকলেও গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠলেন ভারতের তারকা ফরোয়ার্ড। প্রচণ্ড কঠিন ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হল ভারত। ফিনিক্স পাখির মতো পিছিয়ে পড়ে জেগে উঠল টিম ইন্ডিয়া।