NE UpdatesHappeningsSportsBreaking News
এশিয়ান গেমসে যেতে না পারলেও তিন উশু খেলোয়াডকে ২০ লক্ষ টাকা করে দেবে অরুণাচল সরকার
ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বরঃ চিনের ভিসার জন্য এশিয়ান গেমসে অংশ নিতে না পারলে কী হল! অরুণাচল প্রদেশ সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যের তিন উশু খেলোয়াডকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী হিসেবেই ধরা হবে। চিনে গিয়ে ভারতীয় উশুদলের হয়ে অংশ নিতে পারলে সরকারি নীতি অনুসারে তাঁরা যে সব সুবিধা পেতেন, সে সবই পাবেন তাঁরা।
তিন খেলোয়াড় ওনিলো তেগা, নেমান ওয়াংসু এবং মেপান লামগোকে নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মামা নাতুঙ মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন তাঁদের কোচ মাইবাম প্রেমচন্দ্র সিংহ। তাঁরা মুখ্যমন্ত্রীকে জানান, এই প্রথমবারের মতো অরুণাচল প্রদেশ থেকে কারও এশিয়ান গেমসে যোগ দেওয়ার সুযোগ মিলেছিল। যোগ্যতা অর্জনের পরও বিনা দোষে তিন খেলোয়াড় অংশ নিতে পারল না। এর পরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, তাঁদের এশিয়ান গেমসে ভারতীয় উশুদলের সদস্য হিসেবেই ধরে নেবে তাঁর সরকার। রাজ্য সরকারের ক্রীড়ানীতি অনুসারে তাঁরা তিনজন পাবেন ২০ লক্ষ টাকা করে। কোচ প্রেমচন্দ্র পাবেন ছয় লক্ষ টাকা।
খান্ডু তিন খেলোয়াড়কে ২০২৬ সালে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দিকে চোখ রেখে প্রশিক্ষণ চালিয়ে যেতে পরামর্শ দেন। সে জন্য যাবতীয় সরকার বহন করবে। ওনিলো তেগা, নেমান ওয়াংসু এবং মেপান লামগো জানান, তাঁরা যে হতাশায় ভুগছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তা কেটে গিয়েছে। এখন তাঁরা ২০২৬-র জন্য প্রস্তুতি শুরু করবেন, যাতে টোকিওতে গিয়ে অরুণাচল প্রদেশের জন্য পদক আনতে পারেন, ভারতের মুখ উজ্জ্বলতর করতে পারেন।