Barak UpdatesHappeningsBreaking News
এলপিজির মূল্যবৃদ্ধি: ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ
১৬ ডিসেম্বর: গ্যাস সিলিন্ডারের দাম গত ১৩ দিনে ১০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে শিলচরে সোচ্চার হল এসইউসিআই। দলের জেলা কমিটির পক্ষ থেকে বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয় । সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী ও অধ্যাপক অজয় রায়।
বক্তারা বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ২০১২ সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বলেছিলেন, যে সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের পদত্যাগ করা উচিত। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকার প্রতিষ্ঠা হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হবে না। কিন্তু বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতির বিপরীতে সমস্ত কিছুর দাম মারাত্মক হারে বৃদ্ধি ঘটিয়েছে। পেট্রোল, ডিজেল সহ রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। ভবতোষ চক্রবর্তী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিবাদকে গুরুত্ব প্রদানের যে রীতি রয়েছে তা বর্তমান সরকার সম্পূর্ণ উপেক্ষা করছে। আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটিয়ে দীর্ঘ লকডাউনে চরম আর্থিক সংকটের সম্মুখীন জনগণের ঘাড়ে বাড়তি আৰ্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে।