Barak UpdatesHappeningsBreaking News
এলগিন গ্রান্টে ইয়াসির সভা
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর : বেশ কিছু স্থানীয় জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ইয়ুথস এগেনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) চেংকুরি জিপি কমিটি এলগিন গ্রান্টে এক নাগরিক সভার আয়োজন করে। সেখানকার দুর্গামন্ডপে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক শঙ্কর রিকিয়াসন৷ উপস্থিত ছিলেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, চেংকুড়ি জিপি কমিটির সভাপতি অমিত গোয়ালা, ফাগুন রুহিদাস, সাধু গৌর, সুবোধ গোয়ালা প্রমুখ। বৈঠকে স্থানীয় বাসিন্দারা বলেন, চা বাগানের শ্রমিক ও তাদের পূর্বপুরুষদের প্রভিডেন্ট ফান্ড তহবিল যুগ যুগ ধরে ঝুলে আছে।
ইয়াসি কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা জানান, আসন্ন পূজা উৎসবের পর চেংকুড়ি বাগান নাচঘরে ‘নাগরিক সভা’ ডাকা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বৃহত্তর চেংকুড়ি এলাকার সমগ্র চা বাগান সম্প্রদায়কে ডাকা হবে এবং আগামী প্রক্রিয়া ও আন্দোলন সম্পর্কে চূড়ান্ত আলোচনা করা হবে যাতে সংশ্লিষ্ট সকল শ্রমিক তাদের অমীমাংসিত এবং দীর্ঘ প্রতীক্ষিত পি এফ পেতে পারেন। অন্যান্য গুরুতর বিষয়েও আলোচনা করা হয় এবং শীঘ্রই আলগিন গ্রান্টে একটি ‘বয়স্কদের শিক্ষা কেন্দ্র’ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এগারো সদস্যের আহ্বায়ক ‘ইয়াসি’ আলগিন উপ-কমিটিও গঠন করা হয় এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই কমিটিকে সমস্ত বিষয় অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি রাজকুমার রিকিয়াসন, দিলীপ কানু, ধনজয় রিকিয়াসন, সনাতন রবিদাস, শামলাল রী প্রমুখ। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এই সব জ্বলন্ত সমস্যা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।