Barak UpdatesHappeningsBreaking News

“এরা আমাদের” সংস্থার বার্ষিক দিবস উদযাপন

ওয়েটুবরাক, ২০ জানুয়ারি : গত ১২ জানুয়ারি বিশেষ ভাবে সক্ষম শিশু-কিশোরদের আবাসিক সংস্থা “এরা আমাদের” নিজেদের বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপন করে৷ এই উপলক্ষে শিলচর দাস কলোনি স্থিত আবাসনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সীতাংশু দাম৷ তিনি তাঁর বক্তব্যে শিশুদের বিশেষ ভাবে বাধাগ্রস্ত হওয়ার লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নিতে বলেন৷ তাঁর কথায়, সঠিক মেডিক্যাল কাউন্সেলিঙে তারা দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার সুযোগ থাকে৷ এ বিষয়ে সচেতনতা ও সতর্কতার প্রয়োজন৷ রোটারিয়ান বেণুলাল বর্মন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে৷ বক্তাদের সকলেই এরা আমাদের সংস্থার কাজকর্মের প্রশংসা করেন এবং তাদের সর্বতো সাহায্যের আশ্বাস দেন৷
শারীরিক সমস্যা সত্ত্বেও আবাসিকরা নাচ, গান, আবৃত্তি সহ গুচ্ছ অনুষ্ঠান পরিবেশন করেন৷ তাদের স্বকীয় প্রচেষ্টা সবাইকে মুগ্ধ করে৷ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পেশাল টিচার পারমিতা ভট্টাচার্য৷
সভাপতির ভাষণে দিব্যেন্দু দত্তগুপ্ত সংস্থার আগামী দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন৷ স্বাগত ভাষণ দেন সম্পাদিকা নারায়ণী দেব৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সহসভাপতি বিমলেন্দু দাস৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker