Barak Updates
এরালিগোলে এপি বেটেলিয়ান আত্মহত্যা কান্ডে নয়া মোড়:শ্মষান খুঁড়ে লাশ উদ্ধার
পাথারকান্দি থানাধিন এরালিগোল এপি বেটেলিয়ান ক্যম্পে সংঘটিত হওয়া সেনা জোয়ান আত্মহত্যা কান্ডে মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে এলো নতুন মোড়।মহামান্য আদালতের নির্দেশে তিন মাসের মাথায় রবিবার শ্মষান খুঁড়ে বের করা হল পচা গলা লাশ।এ কান্ডে স্থানিয় জনমনে নানা প্রশ্নচিহ্ন ঘুরপাক দিচ্ছে।
রবিবার পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি ডিম্বেশ্বর ঠাকুরিয়া সহ রামকৃষ্ণনগর চক্রবিষয়া কাম্ মুখ্য ন্যায়দন্ডাধিশ সপ্ততী এন্দের উপস্থিতিতে রাতাবাড়ি থানাধিন পলডহর গ্রামের শ্মষান খুঁড়ে তোলা লাশকে অবশেষে ফের ময়না তদন্তের জন্য প্রেরন করা হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।এ মর্মে তদন্তকারি পুলিশ অফিসার ডিম্বেশ্বর বাবু জানান যে মৃত সেনা যুবকের নাম স্বপনকুমার নাথ(ছয়ত্রিশ)।বাড়ি রাতাবাড়ি থানাধিন পলডহর গ্রামে।সে এরালিগোল(পনেরো)এপি বেটেলিয়ানের সেনা জোয়ান ছিল।
দুসন্তান স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সুখেই দিন গুজরান করছিল সে।গত(এগারো)মে তারিখে এরালিগোল সরকারি কুয়ার্টারে তার ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার হবার পর নিয়ম মুতাবেক পুলিশি হেফাজতে তার ময়না তদন্ত শেষে তাকে তার গ্রামের বাড়ির লাগোয়া শ্মষান ঘাটে মাটিপোঁতাও করা হয়েছিল।মেডিকেল রিপোর্টেও এটা আত্মহত্যা জনিত মামলা বলে উল্লেখ করা হয়।কিন্তু উক্ত ঘটনায় প্রথম থেকেই ছেলের মৃত্যু রহস্য নিয়ে সন্দিহান ছিলেন স্বপনের মা জবারানী নাথ।সে সুত্র ধরে ছেলের মৃত্যুর দশ দিনের মাথায় করিমগঞ্জ সিজেএম আদালতে ছেলের মৃত্যুর জন্য পুত্রবধূ অঞ্জু নাথ ও তার দুভাই সহ ময়না তদন্তের কাগজপত্র জাল করার সন্দেহে করিমগঞ্জ সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং এপি বেটেলিয়ান কমান্ডারকে দায়ি করে এক মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিপ্তে অতিরিক্ত মুখ্য ন্যায় দন্ডাধিশ অজয়কুমার বসুমাতারি লাশ তুলে ফের ময়না তদন্তের নির্দেশ জারি করায়,তোলা হল লাশ।এ যাত্রায় ময়না তদন্তের রিপোর্টের উপর নির্ভর করেই এগোবে তদন্ত।যদি ময়না তদন্তের কাগজ পত্রে ভূল ধরা পড়ে তা হলে প্রয়াত সেনা জোয়ানের মায়ের দায়ের করা মামলায় জেলও হতে পারে উল্লেখিত সন্দেভাজন ব্যক্তিদের।