Barak UpdatesHappeningsBreaking News

আসামে এমবিবিএস, নার্সিং পড়ুয়াদেরও করোনা চিকিৎসায় কাজে লাগাবে সরকার

২৬ মার্চ: অসমে করোনা হাসপাতাল তৈরি হচ্ছে৷ প্রথমে মেডিক্যাল কলেজগুলিকে পর্যায়ক্রমে করোনা হাসপাতালে রূপান্তর করছে সরকার৷ শিলচর মেডিক্যাল কলেজের চর্মরোগ, চক্ষু, নাক-কান-গলা ও মানসিক সমস্যা বিভাগকে সিভিল হাসপাতালে সরানো হয়েছে৷ প্রস্তুতি চলছে অস্থায়ী হাসপাতাল তৈরিরও৷ সে জন্য রাজ্যের প্রায় সবকটি বড় মাঠ ও স্টেডিয়াম অধিগ্রহণ করেছে সরকার৷

কিন্তু হাসপাতাল হলেই তো হবে না৷ চাই ডাক্তার-নার্স৷ করোনা সংক্রমিত হয়ে পড়লে প্রচুর ডাক্তার-নার্সের প্রয়োজন হয়ে পড়বে৷ কারণ করোনা হাসপাতালে একসঙ্গে ৭দিন ডিউটি করার পর ১৪দিন ছুটি দিতে হয়৷ সেজন্য এমবিবিএস এবং বিএসসি নার্সিংয়ের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদেরও কাজে লাগানো হবে৷ তাদের যার যার কলেজে রিপোর্ট করতে বলা হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার শিলচরে এসে এই কথা জানান৷

পাশের রাজ্য মিজোরাম, মণিপুরে দুজন করোনায় সংক্রমিত হওয়ায় আসাম প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ তবে স্বস্তির কথা, দুজনেই বিদেশ থেকে ভাইরাস নিয়ে এসেছেন৷ এখানে একজনের দেহ থেকে অন্যের দেহে সংক্রামিত হয়নি৷ তাই আন্তর্জাতিক সীমান্ত গলে কেউ যেন ঢুকতে না পারে, সরকার বিএসএফকে সতর্ক করে দিয়েছে৷ অন্তর্দেশীয় সীমা পেরিয়ে কোনও গাড়ি যাতে আসামে না আসে, সে ব্যাপারেও তাঁরা কড়া ব্যবস্থা নিচ্ছেন বলে মন্ত্রী জানান৷

তাঁর কথায়, এর পরও যদি সংক্রমণ দেখা দেয়, একে মোকাবিলার জন্যই এখন যাবতীয় প্রস্তুতি৷ কারণ একবার তা ছড়াতে শুরু করলে আর রক্ষা নেই৷ সংক্রামিতের সংখ্যা বেড়ে গেলে বেসরকারি হাসপাতালগুলিকেও কাজে লাগানো হবে, জানান শর্মা৷ তবে করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসার জন্য নয়৷ তাদের সঙ্গে অসম সরকার মউ করতে চলেছে, সরকারি হাসপাতালগুলি করোনা হাসপাতাল হয়ে গেলে অন্য রোগীদের তখন বেসরকারি হাসপাতালে পাঠানো হবে৷ সরকার এর খরচ বহন করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker