NE UpdatesHappeningsBreaking News
এমবিবিএসে রাজ্যসেরা পাবেন জন বেরি পদক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েটুবরাক, ৪ নভেম্বর : স্যার জন বেরির স্মৃতিরক্ষায় এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থানাধিকারিকে জন বেরির নামাঙ্কিত পদক দেওয়া হবে। ডিব্রুগড়ে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেন৷
১৯০০ সালে উত্তর-পূর্বের প্রথম চিকিৎসাবিদ্যা শিক্ষার কেন্দ্র তৈরি করেছিলেন স্যার জন বেরি। তাকে ডিব্রুগড় মেডিক্যাল কলেজের রূপ দিয়েছিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ। শ্রীমন্ত শঙ্করদেব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাই বেরির সম্মানে পদক প্রদানের কথা বলেছেন বলে শর্মা নিজেই জানিয়েছেন৷ বেরি পদকজয়ীকে পুরস্কার হিসাবে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা ৷
একই অনুষ্ঠানে তিনি রাজ্যবাসী, বিশেষ করে ছাত্রছাত্রীদের বহু সুখবর শোনান৷ আসামে কয়ৈক বছরের মধ্যে ২৪টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে৷ এমবিবিএস আসনসংখ্যা দুই হাজার পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনায় এগিয়ে চলেছে স্বাস্থ্য দফতর৷
অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ছাত্রদের আবাসের উন্নতির খাতে ৩০০ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রকাশ করেন স্মারক ডাক টিকিট।