Barak UpdatesHappeningsBreaking News
এমজিএনরেগা কেলেঙ্কারি : কাটিগড়ার বিডিও সুজা হোসেন গ্রেফতার
ওয়েটুবরাক, ১১ জুলাই : এমজিএনরেগা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কাটিগড়ার বিডিও সুজা হোসেনকে মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, তদন্তের কাজে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত কয়েকদিন থেকেই একাধিক অভিযোগ উঠেছিল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিত রোজগার যোজনার আওতায় বরাদ্দ তহবিল নয়ছয় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি অর্থের বিনিময়ে চাকরি দেবার গুরুতর অভিযোগও রয়েছে। তাঁর এই দুর্নীতির জন্য প্রকৃত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।
কাছাড়ের পুলিশ সুপার বৈভব নিম্বলকর চন্দ্রকান্ত জানিয়েছেন, শনিবার বিকালে অতিরিক্ত জেলাশাসক এলদাদ এল ফাইরিয়েম কাটিগড়ার বিডিওর বিরুদ্ধে এজাহার দিয়েছেন৷ তাতে অভিযোগ করা হয়েছে, সরকারের নির্দেশে কাটিগড়া ব্লকের এমজিএনরেগার কাজকর্ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ ওই কমিটির রিপোর্ট, সেখানে এমজিএনরেগা প্রকল্পে অত্যধিক ব্যয় হয়েছে। বাস্তবে আর খাতাকলমে কাজের মধ্যে বিরাট ফারাক৷ এ থেকে সুজা হোসেনের বড়সড় আর্থিক অনিয়মে জড়িত থাকার ব্যাপার ধরা পড়ে৷ এজাহারে এও বলা হয়েছে, তিনি সরকারি অর্থের অপচয় করেছেন। এমনকী তদন্তকারী দলটির সঙ্গে সহযোগিতাও করেননি৷ তাদের প্রয়োজনীয় নথি দেখাতে রাজি হননি।
এই প্রেক্ষিতে পুলিশ শনিবার রাতেই সুজা হোসেন মজুমদারকে হাইলাকান্দির বাড়ি থেকে তুলে আনে এবং কাটিগড়া থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। তাঁকে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৪২০, ৪০৬ ও ৪০৯ ধারায় অভিযুক্ত করা হয়েছে৷