Barak UpdatesHappeningsCultureBreaking News
এপ্রিলে ছন্দনিকেতন আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মশালা
ওয়েটুবরাক, ১৯ মার্চঃ আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে ছন্দনিকেতন আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। সঙ্গে রয়েছে বাকবন্ধু ও নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগ। তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নবীনচন্দ্র কলেজে এই কর্মশালা শুরু হবে আগামী ২১ এপ্রিল। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। শেষদিনে সান্ধ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার ড. অরুময় বন্দ্যোপাধ্যায় ও স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং শিলচরের দেবাঞ্জন মুখোপাধ্যায়।
ছন্দনিকেতন আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অষ্টম বিশ্ব কবিতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই আবৃত্তি কর্মশালার আয়োজন। এটি দ্বিতীয় পর্বের কর্মসূচি। প্রথম পর্বে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন প্রান্তের আবৃত্তিকারদের আবৃত্তি পরিবেশনা। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আবৃত্তির অনুষ্ঠান চলবে।