Barak UpdatesHappeningsBreaking News
এপিএস আধিকারিক হওয়ার স্বপ্ন অধরাই থাকল শহিদ লিটনের
২৭ জুলাই : স্বপ্ন ছিল আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে আইপিএস আধিকারিক হবেন। সেই লক্ষ্য নিয়েই ২০১৩ সালে তিনি বিকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেনা জওয়ান হিসেবেই তিনি আসাম পুলিশে যোগ দেন। কিন্তু কাছাড়ের পুলিশ সুপারকে বাঁচাতে গিয়ে শহিদ হলেন এই মেধাবী পুলিশ জওয়ান।
এই জওয়ান লিটন শুক্লবৈদ্য। বয়স মাত্র ২৮ বছর। ১৯১৩ সালে ২১ আই আর ব্যাটেলিয়নে কনস্টেবল হিসেবে যোগদান করেন তিনি। গত কয়েক মাস থেকেই কাছাড়ের পুলিশ সুপারের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন লিটন। কিন্তু সোমবার দুই রাজ্যের সীমা বিবাদের খেসারত দিতে হল তাঁকে ও তাঁর পরিবারকে। লিটনের বাবা স্বপন শুক্লবৈদ্যও ছিলেন আসাম পুলিশের এক জওয়ান। ২০১২ সালে কাছাড় জেলার শালচাপড়ায় ডাকাতের গুলিতে তিনি মারা যান। বর্তমানে বৃদ্ধা মা, বড় ভাই ও বিবাহিত এক বোন রয়েছে লিটনের। দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে স্বামীর পর এ বার ছেলেকে হারাতে হল লক্ষীরানি শুক্লবৈদ্যর।
লিটনের পরিবার সূত্রে জানা যায়, গতকালই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। আর বাড়ির পথে রওনা দিয়ে ধলেশ্বর পর্যন্ত গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটেলিয়নের অফিসারের ফোন আসতেই তিনি ধলেশ্বর থেকে পুনরায় কাজে যোগ দেন। সোজা চলে যান লায়লাপুরে। মঙ্গলবার সন্ধ্যায় হাইলাকান্দির ভাটিরকোপা গ্রামে লিটনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ বিদায় জানান।