Barak Updates
এপিএসসি কম্বাইন্ড পরীক্ষার জন্য কাছাড়-করিমগঞ্জে ১৪৪ ধারা
ওয়েটুবরাক, ২১ মার্চ : আগামী ২৬ মার্চ, রবিবার কাছাড় ও করিমগঞ্জের বিভিন্ন কলেজ কেন্দ্রে ২০২২ সালের এপিএসসি কম্বাইন্ড কম্পিটিটিভ (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং শুভ চিন্তকদের পর্যাপ্ত ভিড় জমা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জনমনে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড় ও করিমগঞ্জের দুই জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে আগামী ২৬ মার্চ পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে বলা হয়েছে যে পরীক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তি জমায়েত হতে পারবেন না। পাশাপাশি অনুমোদনবিহীন কোনও ব্যক্তির পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ থাকছে। এতে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোনও ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী অথবা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী নিয়ে চলাচল করা যাবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় অনুমোদন বিহীন যানবাহনের অবৈধ পার্কিং এবং যান চলাচলে বাধা সৃষ্টি করতে নিষেধাজ্ঞা থাকছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোনও ধরনের লাউডস্পিকার বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোন ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য আসাম পাবলিক সার্ভিস কমিশনের সচিবের প্রেরিত এক পত্রেও পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করার জন্য সুপারিশ করা হয়েছে।