NE UpdatesHappeningsBreaking News
এপিএসসি : এবার গ্রেফতার গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চের এডিসিপি সুকন্যা দাস
গুয়াহাটি, ৪ ডিসেম্বর : এপিএসসি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে একের পর এক গ্রেফতার হচ্ছেন সরকারি আধিকারিকরা। সোমবার অন্য একজন অভিযুক্ত আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেফতার করা হয় গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ-এর এডিসিপি সুকন্যা দাসকে। ছয়টির বিপরীতে সুকন্যা দাসের ছিল মাত্র চারটি উত্তরপত্র। এ দিন এসআইটি জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযুক্ত আধিকারিক সুকন্যা দাসকে সিআইডি কার্যালয়ে তলব করেছিল। সকালেই হাজির হয়েছিলেন তিনি। দীর্ঘ সময় জেরার পর গ্রেফতার করা হয় বাঁকাপথে চাকরি নেওয়া সুকন্যা দাসকে।
এসআইটি সুকন্যা দাসকে সোমবার সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ জারি করেছিল। এর আগেও তাঁকে হাজির হওয়ার নির্দেশ পাঠানো হলেও তিনি আসেননি। ব্যক্তিগত কারণে হাজির হতে পারবেন না বলে পরবর্তী সময়ে হাজির হওয়ার জন্য এসআইটির কাছে কিছু সময় চেয়েছিলেন এই সরকারি আধিকারিক।
এদিকে সোমবার কোকরাঝাড়ের অতিরিক্ত পুলিশ সুপার নবনীতা শর্মা ও কাছাড়ের বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার দাসকে সিআইডি কার্যালয়ে জেরা চালিয়েছে এসআইটি। উল্লেখ্য এপিএসসি কেলেঙ্কারির তদন্তে নিয়োজিত কমিশন ৩৪ জন আধিকারিকের জালিয়াতির তথ্য পেশ করার পরই রাজ্য সরকার এর মধ্যে থেকে ২৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করে। বাঁকাপথে চাকরি নেওয়া তিন আধিকারিক রাকেশ দাস, অতিরিক্ত পুলিশ সুপার ঐশ্বর্য জীবন বরুয়া এবং শাহজাহান সরকারকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।