Barak UpdatesHappeningsBreaking News

এপারে সক্রিয় থাকলেই সীমান্তের ওপারে হিন্দুরা সুরক্ষিত থাকবেন : বিজয় পুরানিক

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর : সেবাই ভারতের চরিত্র, সেবাই ভারতীয়দের স্বাভাবিক ধর্ম৷ শুক্রবার শিলচরে কেশব স্মারক সংস্কৃতি সুরভি আয়োজিত বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় সেবা ভারতীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজয় পুরানিক এই মন্তব্য করেন৷ নানা উদাহরণ টেনে তিনি তাঁর বক্তব্যের যথার্থতা তুলে ধরেন৷

পুরানিক বলেন, কোভিডের সময় প্রায় হাজার কিলোমিটার হেঁটে শ্রমিকরা বাড়ি পৌঁছেছেন৷ কেউ না খেতে পেয়ে মারা যাননি৷ এটা সম্ভব হয়েছিল মানুষের সেবাধর্মের জন্য৷ পথে পথে গ্রামবাসীরা তাদের খাইয়েছেন৷

তাঁর কথায়, একই ভাবে উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি ছাত্রদের নানা সংগঠনের তরফে বিভিন্ন শহরে রেখে পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে৷ সেবার মনোভাব না থাকলে এ সব কেউ করতেন না৷

সেবা ভারতী অনুমোদিত কেশব স্মারক সংস্কৃতি সুরভির বরাক ব্যাপী কাজকর্মের কথা জেনে সন্তোষ ব্যক্ত করেন তিনি৷ একে অব্যাহত রাখার আর্জি জানিয়ে বিজয় পুরানিক বলেন, সেবার মধ্য দিয়েই স্বয়ংসেবক হওয়ার সার্থকতা মিলবে৷

“বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনে সীমান্ত ডিঙিয়ে কিছু করা সম্ভব নয়”, এ কথা খোলামেলা জানিয়েও সঙ্ঘ কর্মকর্তা পুরানিক বলেন, “তবে আমাদের ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা বাংলাদেশ সরকারকে এই ইস্যুতে চাপে রাখতে পারে৷ তাঁর কথায়, এ পারে হিন্দুরা যত আওয়াজ তুলবে,  ওপারের হিন্দুরা তত সুরক্ষিত থাকবেন৷

এ দিনের বিশেষ বৈঠকের শুরুতেই কেশব স্মারক সংস্কৃতি সুরভির বরাক ব্যাপী কাজকর্মের কথা বিস্তৃত উল্লেখ করেন সংগঠনের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য৷ শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও স্বনির্ভরতার বিভিন্ন প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন তিনি৷

বৈঠকে উপস্থিত থেকে মত বিনিময় করেন সেবা ভারতীর আসাম প্রান্তের সহ সেবা প্রমুখ সুরেন্দ্র তালখেরকরও৷ স্থানীয় সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন মৃদুল ধর, ড. অভিজিৎ নাথ৷ সঞ্চালনা করেন পল্লবিতা শর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker