NE UpdatesHappeningsBreaking News
এনপিএস কর্মচারীদের পাশে থেকে দুদিন কর্মবিরতি পালন করলেন পুরনোরাও
ওয়েটুবরাক, ২৪ আগস্ট : এনপিএস বা নতুন পেনশন স্কিম বাতিল করে পুরোনো পেনশন ব্যবস্থা ফের চালু করার দাবি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের সকল স্তরের কর্মচারীরা। ২২ ও ২৩ আগস্ট দুদিন ধরে কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছিল এনপিএস কর্মচারী সংস্থা। নতুন কর্মচারীদের এই সংস্থার সঙ্গে আন্দোলনে শরিক হয়েছেন পুরনো কর্মচারীরাও৷ পেনশন নিয়ে তাঁদের কোনও সমস্যা না হলেও তাঁরা নতুন কর্মচারীদের দাবির সমর্থনে প্রতিবাদী আন্দোলনে সামিল হয়েছেন।
নতুন-পুরনো সকলের এক কথা, কর্মচারীদের অবসরকালীন সময়ে সুরক্ষার জন্য পুরনো পেনশন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা ফের প্রবর্তন করা হয়েছে । আসামেও যাতে নতুন পেনশন নীতি প্রত্যাহার করে পুরনো পেনশন ব্যবস্থা বহাল করা হয় সে জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
এনপিএস কর্মচারী সংস্থার সঙ্গে কর্মবিরতি পালন করে রাজ্য কর্মচারী পরিষদ, জেলা প্রশাসন কর্মচারী সংস্থা, সারা আসাম কলেজ শিক্ষক সংস্থা, ন্যায়িক কর্মচারী সংস্থা প্রভৃতি সংগঠন৷ এই কর্মবিরতির দরুন রাজ্যের কোনও অফিস-আদালতে গত দুদিন কোনও কাজ হয়নি৷