Barak UpdatesBreaking News

এনআরসি নিয়ে আশঙ্কা, স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি কার্যকর করুন, মুখ্যমন্ত্রীকে নেলেক

১৪ আগস্টঃ এনআরসি-তে প্রচুর বাঙালি হিন্দুর নাম থাকবে না। এমনটাই আশঙ্কা করছে নর্থ-ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক)। বিজেপি প্রভাবিত সংগঠনটি এখন এ নিয়ে বেশ উদ্বেগে। সময়ও কম। ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি প্রকাশ হতে চলেছে। এর আগেই তাদের রেহাইর রাস্তা বের করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। একটা উপায়ও বাতলে দিয়েছেন। তাদের কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর যে দুটি বিজ্ঞপ্তি জারি করেছিল, কোনও রহস্যজনক কারণে সেগুলি অসমে কার্যকর হয়নি। ফলে ওই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার যাদের উপকার করতে চেয়েছিল, তাদের কোনও কাজে আসেনি। ২০১৪-র আগে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা বহু মানুষ এখনও জেল খাটছেন নয়তো ট্রাইব্যুনালে নিয়মিত ঘুরছেন। নেলেকের সাধারণ সম্পাদক কঙ্কননারায়ণ শিকদার মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্রে বলেন, এনআরসি প্রকাশের আগেই যদি বিজ্ঞপ্তি দুটি কার্যকর করা যায়, তাহলে প্রচুর হিন্দু বাঙালি বিদেশি প্রতিপন্ন হয়ে বিতাড়িত হওয়ার হাত থেকে রেহাই পাবেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker