NE UpdatesCultureBreaking News
এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারী মুক্ত হবে আসাম : মুখ্যমন্ত্রী
১৫ আগস্ট : দেশের বাকি অংশের সঙ্গে বৃহস্পতিবার আসামেও ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ দিন গুয়াহাটি খানাপাড়ায় আসাম ভেটেরিনারি কলেজ মাঠে রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই অনুষ্ঠানে জাতির পিতা মহাত্মা গান্ধী সহ দেশ ও রাজ্যের বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মনেশ্বর বসুমাতারি ভাস্কর কলিতা, বিপুল বরা, বিশ্বজিৎ চৌহান, নীরজ শর্মা, কালিদাস শর্মা এবং সুনীল কলিতাকে শ্রদ্ধা জানানো হয়।
এ দিন প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী সনোয়াল দেশকে এক নতুন উদ্ভাবনী পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অনন্য ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে সুধাকণ্ঠ ড. ভুপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান করায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার ভূমিপুত্রদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এনআরসি চূড়ান্ত তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে, আর এর মাধ্যমেই অনুপ্রবেশকারী মুক্ত হবে আসাম। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দল দেশাত্মবোধক অনুষ্ঠান উপহার দেয়।