NE UpdatesHappeningsBreaking News
এনআরসির দরকার নেই, বললেন করিমউদ্দিন-সিদ্দেক আহমেদ
ওয়েটুবরাক, ২৫ মার্চ : অসমে একজনও বাংলাদেশি নেই বলে দাবি করলেন সোনাই আসনের ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভুইঁঞা। তাঁর কথায়, তাই এখানে এনআরসির কোনও দরকার নেই৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হলেন বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা ৷ দাবি করলেন, ইউডিএফ দলের সকলেই আদতে বাংলাদেশি।
কম যান না করিমউদ্দিনও৷ তাঁর বক্তব্য, অসমে যদি এতই বাংলাদেশি আছে বলে বিজেপি মনে করে, তবে সরকার তাদের খুঁজে বের করে তাড়াচ্ছে না কেন?
এনআরসি দরকার নেই বলে মনে করেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদও৷ তিনি বলেন, এনআরসি বিষয়টিই অপ্রয়োজনীয়। ফলে রি-ভেরিফিকেশনের দরকার নেই। এনআরসির কাজই বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন সিদ্দেক।