India & World UpdatesHappeningsBreaking News
এখন বিজেপির স্লোগান বেটি জ্বালাও, মোদিকে মমতার কটাক্ষ
ওয়েটুবরাক, ২১ জুলাই : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ‘বেটি বচাও, বেটি পড়াও’ স্লোগানকে মণিপুর-আবহে বদলে দিয়ে নরেন্দ্র মোদিকে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, ‘‘এখন বিজেপির স্লোগান বেটি জ্বালাও!’’ কলকাতায় ২১ জুলাইর সমাবেশ মঞ্চ থেকে মমতা তাঁর মণিপুর সফরের কথা ঘোষণা করেন৷
কলকাতার মতো দিল্লির সংসদও শুক্রবার সারা দিন মুখর ছিল মণিপুর নিয়ে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে কোন ধারায় মণিপুর হিংসার ওপর আলোচনা হবে, তা নিয়েই জোর তরজা চলে বিরোধী এবং সরকার পক্ষের। হই হট্টগোলের জেরে মুলতুবি করে দিতে হয় অধিবেশন। অন্য দিকে, মণিপুরের সেই ঘটনায় ধৃত চার জনের ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে মণিপুরে হিংসায় লাগাম না পরানো গেলেও, তা নিয়ে তরজা চলল দেশ জুড়ে, দিনভর।
এ দিকে, রাস্তায় বিবস্ত্র করে হাঁটানো দুই মহিলার এক জনের মা একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “আমাদের আর বাড়ি ফেরা অসম্ভব।” শুধু মেয়ের লাঞ্ছনাই নয়, জাতিগত হিংসা বিধ্বস্ত রাজ্যে তিনি হারিয়েছেন ছেলে এবং স্বামীকেও। সংঘর্ষের বর্ণনা দিতে দিতে গলা ধরে আসে মণিপুরের মায়ের। চোখ মুছে আঙুল তোলেন সরকার, প্রশাসনের দিকে। অসহায় মায়ের আকুতি, প্রশাসন যদি একটু সক্রিয় হত, তাঁর সংসারটা অন্তত অটুট থাকত।