NE UpdatesHappeningsBreaking News
এখনও আসামে কর্মচারীরা ঘুষ খান, আক্ষেপ হিমন্তের
ওয়েটুবরাক, ১৫ আগস্ট : অসমে এখনও সরকারি কর্মচারীরা ঘুষ খান৷ এখনও রাজ্যে জাতিভেদ প্রথা বলবৎ রয়েছে৷ পরিচারিকা কিশোরীকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার ঘটনা এই সে দিনও ঘটেছে৷ বক্তা কোনও বিরোধী রাজনৈতিক দলের নেতা নন, খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি আক্ষেপের সুরে বলেন, আসামে এগুলি এখনও চলছে, এটা ঘটনা৷ শিশুদের মিড-ডে মিলের টাকা শিক্ষক মেরে দিচ্ছে৷ এ ভাবে সমাজ চলতে পারে না৷ আসামে প্রগতির বিপ্লব চলছে, দাবি করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, কিন্তু তাই বলে মানবিক গুণগুলি যেন হারিয়ে না যায়!
হিমন্ত রবিবার পলাশবাড়িতে আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন৷ উদ্বোধন করেন জেলা বিজেপির নবনির্মিত দালানবাড়িরও৷ সেখানে এক জনসভায় তিনি বক্তৃতা করেন৷
স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে অসমে রবিবার এক হাজারটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয়েছে৷ সবকটিতে গড়ে তোলা হয়েছে নতুন দালানবাড়ি, শিক্ষক-ছাত্রছাত্রীদের ভালো বসার ব্যবস্থা, রয়েছে শিশুদের খেলার সামগ্রী৷ রাজ্যের সবকটি জেলায় এই উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ মন্ত্রী-বিধায়করা বক্তৃতা করেন৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পলাশবাড়ি সহ কামরূপের কয়েকটি কেন্দ্রের উদ্বোধন করেন৷ পলাশবাড়ির জনসভায় বলেন, আদর্শ অঙ্গনওয়াড়ি গড়ায় ভারতে অসমই প্রথম৷ শিশুর শারীরিক ও মানসিক বিকাশই সরকারের লক্ষ্য৷ তাদের প্রতি সমাজের দায়িত্ব অপরিসীম৷ শিশুদের অগ্রাধিকার দেওয়া না হলে কোনও সমাজ বা রাজ্য সভ্য হতে পারে না৷ কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন. কেন্দ্র আগেই অঙ্গনওয়াড়ির পরিকাঠামো বৃদ্ধির জন্য অর্থ পাঠিয়েছিল৷ কোথাও কিছু হয়নি বলেই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর ঘোষণা, আগামী বছর আরও দুই হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হবে৷ পাঁচ বছরে তৈরি করা হবে ১৫ হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র৷