Barak UpdatesHappeningsBreaking News
এক রাতেই দার্বি বাগানের তিন মন্দিরে ভাঙচুর
ওয়ে টু বরাক, ২৪ জানুয়ারি : ধলাইয়ের দার্বি চা বাগানে গতকাল একইরাতে তিনটি মন্দিরে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে সারা দিন থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছিল। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ গড়ে তোলেন। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে জনগণ অবরোধ প্রত্যাহার করে নেন।
প্রাপ্ত খবরে জানা গেছে, দার্বি চা বাগানের শ্মশানঘাট কালী মন্দিরে দুষ্কৃতীরা প্রবেশ করে প্রতিমার গলায় থাকা মুন্ডমালা খুলে ফেলে। এরপর দুষ্কৃতীরা তারানাথপুরের হনুমান মন্দিরেও হানা দেয়। এই মন্দিরেও বেশ কিছু সামগ্রী লণ্ডভণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এরপর সোমবার গভীর রাতে পুটিখালের একটি শিব মন্দিরে হানা দিয়ে শিবের ত্রিশূল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় জনগণ জানান, দুষ্কৃতীরা মন্দিরে ভাঙচুর চালালেও ত্রিশূল ছাড়া কোনও কিছু নিয়ে যায়নি। তবে তিনটি মন্দিরই তছনছ করেছে।
পরদিন সকালে খবরটি জানাজানি হতেই তীব্র উত্তেজনা দেখা দেয়। জনগণ পালই দার্বি বড়জালেঙ্গা পূর্ত সড়কে অবরোধ তৈরি করেন। এরপরই ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। বজরং দলের নেতা অমলেন্দু দাস জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে তারা গোটা এলাকায় বৃহত্তর আন্দোলন শুরু করবেন।