Barak UpdatesHappeningsBreaking News
এক মাসেই বহু কাজ গ্রিনল্যান্ড ইনার হুইলের
ওয়েটুবরাক, ৭ অক্টোবর : ৩১ আগস্ট থেকে পথচলা শুরু। সমাজসেবার বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে গ্রিনল্যান্ড শিলচর ইনার হুইল ক্লাব। মহাষষ্ঠীর দিনে তাঁরা মালুগ্রাম এলাকার দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন। পূজার প্রাক মুহূর্তে এই কাজ করার জন্য এলাকাবাসী সাধুবাদ জানান তাঁদের।
শিলচর সেন্ট্রাল জেলে মহিলা কয়েদিদের জন্য ক্লাবের পক্ষ থেকে সিলিং ফ্যান দেওয়া হয়। গ্রিনল্যান্ড শিলচর রোটারি ক্লাবের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির। দুই ক্লাবের যৌথ উদ্যোগে এবং ব্যবস্থাপনায় নাজিরপট্টি এলাকায় বিজয়া দশমীর দিনে ২০০০ বোতল পানীয় জল পথচারী এবং দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। গত এক মাসে গ্রিনল্যান্ড ইনার হুইল ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠাতা সভানেত্রী সুপ্রিয়া চক্রবর্তী, সদস্য মনিদীপা দত্ত চৌধুরী, সংযুক্তা চৌধুরী, অনুরাধা নাথ, রুমা দে, রুবি ওয়ালিয়া, রাই আচার্য, রত্না চক্রবর্তী, চন্দ্রলেখা দাস, সঙ্গীতা চৌধুরী, সীমা দে প্রমুখ।