NE UpdatesHappeningsBreaking News
এক বছরে আসামে এইডসে আক্রান্ত ৫৭৯১ জন
ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি : আসামে এইডস আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে৷ শুক্রবার উদ্বেগের সঙ্গে বিধানসভায় এই কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত৷ এর জন্য তিনি মাদকগ্রহণকেই প্রধান কারণ বলে দাবি করেন৷ মহন্ত বলেন, এক সিরিঞ্জে একাধিক আসক্ত মাদক গ্রহণ করে৷ তাতেই বিপদ বাঁধে৷ কংগ্রেস বিধায়ক শিবামণি বরা এ দিন বিধানসভায় প্রশ্নটি পাড়েন৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০০২ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে ৮৯,৮৪,৫১৯ জনের নমুনা পরীক্ষা হয়৷ সেখান থেকে ৩১৭২৯ জনকে এইডসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে৷ শুধু ২০২৩-র হিসাব টানলে অসমে ৯,৯০,৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৫৭৯১ জনকে এইচআইভি রোগী বলে শনাক্ত করা গিয়েছে৷