Barak UpdatesHappeningsBreaking News
এক পশলা বৃষ্টিতেই হাঁটুজল শিলচর পাবলিক স্কুল রোডে
৩০ আগস্ট : এক পশলা বৃষ্টিতেই জল থইথই শিলচরের পাবলিক স্কুল রোড। জমা জলে নাজেহাল এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ বৃষ্টি শুরু হয়। আর এর ঘণ্টাখানেকের মধ্যেই জমা জলে ডুবে যায় চলাচলের সড়ক। দেখতে দেখতে পাবলিক স্কুল রোডের মুখ থেকে প্রায় কমলা রোড পর্যন্ত এক হাঁটু জল দাঁড়িয়ে পড়ে। এ অবস্থায় এলাকার মহিলা থেকে শুরু করে শিশুদের পর্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
গত জুন মাসে কাছাড় জেলার ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পাবলিক স্কুল রোড। কোথাও বুক জল, আবার কোথাও বন্যার জল ঘরের চাল পর্যন্ত স্পর্শ করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, এই বন্যার পর থেকেই সামান্য বৃষ্টিতেই ডুবে যায় শহরের ব্যস্ততম এই এলাকা। স্থানীয়রা এর জন্য নিকাশী ব্যবস্থাকেই দায়ী করেছেন। নালাগুলো আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলে তা যাবার রাস্তা নেই। এরফলেই নর্দমা ভরে জমা জলে ডুবে যায় চলাচলের রাস্তা।
শুধু পাবলিক স্কুল রোডই নয়, সকালের বৃষ্টিতে শহরের বেশ কিছু নিচু এলাকায় জল জমে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোডের কয়েকটি গলি ইত্যাদি এলাকায় জল জমে রয়েছে। আর এতে সবচেয়ে অসুবিধায় পড়েছেন পথচারীরা। বাসিন্দারা এ ব্যাপারে পুরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন।