Barak UpdatesHappeningsBreaking News
এক নজরে মুখ্যমন্ত্রীর ঘোষণায় বরাক উপত্যকা
. শিলচরের গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে।
. নতুন আরও দুটি কলেজ হবে বরাক উপত্যকায়। ধলাই ও বিন্নাকান্দিতে।
. শিলচর সিভিল হাসপাতাল তিনশো শয্যায় উন্নীত হবে। হবে নতুন দালানবাড়ি, বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন। সে জন্য ১৪৬ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন জানানো হয়েছে। দাতা পরিবার এগিয়ে এলে আরও কিছু করা যেত, বললেন মুখ্যমন্ত্রী৷
. হাইলাকান্দি সিভিল হাসপাতালে মাতৃ ও শিশু হাসপাতাল তৈরির জন্য দেওয়া হবে ২৩ কোটি টাকা।
. শিলচর মেডিক্যাল কলেজে ২২৭ কোটি টাকায় গড়ে তোলা হবে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেটি হবে ২০০ শয্যার৷ নিউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওসার্জারি ছয়টি বিভাগের চিকিৎসা হবে সেখানে৷
. লক্ষীপুরে নির্মিত হবে ১০০ শয্যার নতুন হাসপাতাল।
. করিমগঞ্জ মেডিক্যাল কলেজ রাতাবাড়িতেই হবে৷ সে জন্য বরাদ্দ হয়েছে ৬৫০ কোটি টাকা৷
. পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১৮০ কোটি টাকা৷
. বেতুকান্দি বাঁধ মেরামতির জন্য ৫৯ কোটি টাকা খরচ করা হবে। অন্যান্য অঞ্চল মিলিয়ে বরাক উপত্যকায় বাঁধ মেরামতিতে ব্যয় হবে ১৬৪ কোটি টাকা।
. মহিষাবিল হবে সংরক্ষিত জলাভূমি। এপ্রিলে বিধানসভায় সে জন্য বিল আনা হবে। ওই অঞ্চলে কোনও নির্মাণকাজ চলবে না।
. রামনগর পেট্রল পাম্প থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত ৪.১ কিমি একটি উড়ালসেতু নির্মিত হবে। তবে তাতে ভাঙা পড়বে ঐতিহ্যমণ্ডিত ইন্ডিয়া ক্লাব। সেটি সম্ভব হবে চার লেনের উড়াল সেতু হবে, নইলে দুই লেনের।
. শিলচর-কালাইন সড়কের ওপর তারাপুর শিববাড়িতে যে একটি সিঙ্কিং জোন রয়েছে, সেখানে ১০০ মিটার দীর্ঘ আর একটি উড়াল সেতু নির্মিত হবে।
. ক্যাপিটেল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত আরেকটি উড়ালসেতু তৈরির ইচ্ছের কথা জানালেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে সমীক্ষা করা হবে।
. মিনি সচিবালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করতে ১৩৫ কোটি টাকার মঞ্জুরি
. ডিমা হাসাও জেলার মাহুরের সঙ্গে কাছাড়ের রাজাবাজারকে যুক্ত করে (ভায়া লাইশ্রম) ১৩০ কিমি একটি সড়কপথ তৈরির প্রস্তাবে সায় জানানো হয়েছে।
. বরাক উপত্যকার তিনটি জলসরবরাহ প্রকল্পে অর্থবরাদ্দ হয়েছে। করিমগঞ্জে ৫৫ কোটি, হাইলাকান্দিতে ৫৬ কোটি এবং বদরপুরে ২৪ কোটি টাকা।
. তৈরি হবে দৈনিক দেড় লক্ষ লিটার দুধ সরবরাহের মতো একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প।
. শিলচর জেলা ক্রীড়া সংস্থাকে দেওয়া হবে ১০ কোটি, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থাকে ৫ কোটি টাকা করে।
. কাছাড়ে একটি নতুন স্টেডিয়াম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা। সেটি চেংকুড়ি বা শিলকুড়িতে হবে।
. আসাম বিশ্ববিদ্যালয় ও বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজকে দেওয়া হবে ১৫ কোটি টাকা করে।
Live: Addressing Press Conference at DC Office, Cachar https://t.co/6aC30EqMju
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 29, 2022
. কাছাড় হাই স্কুল, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল ও উধারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল তিনটি হ্যারিটেজ স্কুলের জন্য বরাদ্দ হয়েছে ১২ কোটি টাকা করে৷
. রাঙ্গিরখাল প্রকল্প বাংলাঘাট পর্যন্ত সম্প্রসারিত হবে৷ ২০০ কোটি টাকার পুরনো বরাদ্দে আরও ৬০ কোটি টাকা দেওয়া যেতে পারে৷
. শিলচর সেন্ট্রাল জেল লক্ষীপুরে স্থানান্তরিত হবে৷ ১০০ বিঘা জমির ওপর এই জেল নির্মিত হবে৷ বর্তমান জেলটি ফাঁকা হয়ে গেলে সেখানে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হবে৷
. উধারবন্দ ডেভেলপমেন্ট ব্লক নির্মিত হবে৷
. প্রতি ঘণ্টায় চার মেট্রিক টন মিলিং করার মতো একটি রাইসমিল নির্মাণ করা হবে৷ কোনও কেউ এগিয়ে এলে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে৷
. ডলুতে নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব এয়ারপোর্ট অথরিটি থেকে অনুমোদিত হয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে পাঠানো হয়েছে৷
. বনধ আহ্বায়কদের কাছে ক্ষতিপূরণ দাবি করে হাই কোর্টে মামলা করবে সরকার৷
. ১ ডিসেম্বর থেকে তাম্বুল (সুপারি নয়) পরিবহনের অনুমতি মিলবে৷ তবে সোজা কোনও চালান রাজ্য সীমা পেরোবে না৷ লরিগুলি হাউলিতে গিয়ে সমস্ত পণ্য নামাবে, বার্মিজ সুপারি নেই নিশ্চিত করে আবার সেই পণ্য উঠিয়ে নেবে৷
. ভুবন পাহাড়ে রোপওয়ে তৈরির ঘোষণাকে কার্যকর করতে বনবিভাগের সঙ্গে কথা চলছে৷
. কাছাড়ে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের শিলান্যাস হবে আগামী ৫ জানুয়ারি৷
. হাইলাকান্দিতে সার্কিট হাউস নির্মিত হবে৷