India & World UpdatesHappeningsBreaking News
এক দেশ এক ভোট বিল জেপিসিতে
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর: এক দেশ এক ভোট বিল যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদির সরকার। ৩৯ সদস্যের নবগঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজস্থানের আইনজীবী সাংসদ প্রেমপ্রকাশ চৌধরিকে।
বিরোধীদের বড় অংশ গোড়া থেকেই এক দেশ এক ভোট নীতির বিপক্ষে। তাই মঙ্গলবার বিল পেশেই আপত্তি জানান বিরোধী সাংসদেরা। সে সময়েই বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জেপিসি-তে পাঠানোর আশ্বাস দেন শাসক শিবিরের শীর্ষ নেতা অমিত শাহ।
গোড়ায় জেপিসির সদস্য সংখ্যা ৩১ বলা হলেও শেষপর্যন্ত ৩৯ জনকে এর সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘অধিকাংশ জেপিসি-তে ২১ জন লোকসভা ও ১০ জন রাজ্যসভার সাংসদ থাকেন। সেটা প্রথা, নিয়ম নয়। অতীতে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে গড়া জেপিসি-তে ৫১ জন সদস্য ছিলেন। যে আট জন বেড়েছেন, তার মধ্যে এনডিএ থেকে চার জন ও বিরোধী শিবির থেকে চার জনকে স্থান দেওয়া হয়েছে।’’
ফলে এনডিএ-র ২২ জন, ইন্ডিয়া জোটের ১৫ জন এবং বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসের ১ জন করে সাংসদ জায়গা পেয়েছেন কমিটিতে।