India & World UpdatesHappeningsBreaking News
এক দেশ এক ভোট: জেপিসিতে প্রিয়াঙ্কা গান্ধী
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর: লোকসভায় ভোটাভুটির পর, আলোচনার জন্য ‘এক দেশ, এক ভোট’ বিলটিকে এবার পাঠিয়ে দেওয়া হল যৌথ সংসদীয় কমিটিতে। সেই কমিটিতে রয়েছেন লোকসভার ২১ জন আর রাজ্যসভার ১০ জন সদস্য। ওয়েনাড থেকে নির্বাচিত প্রথমবারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকেও রাখা হয়েছে তাতে। চেয়ারম্যান পি পি চৌধুরী।
এর আগে মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা। শেষপর্যন্ত ভোটাভুটি হয়। কিন্তু কেন্দ্রের পক্ষে বেশি ভোট পড়লেও বিলটি পাস করানো যায়নি। কারণ, সংবিধান সংশোধনী বিল পাস করতে গেলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ হলেও এনডিএ-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।
প্রসঙ্গত, এখন দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট হয় বিভিন্ন সময়ে। আবার কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হলে হয় লোকসভার ভোট। এই ব্যবস্থাটিকে এবার বদলে ফেলতে চাইছে মোদি সরকার। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব খতিয়ে দেখার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়েছিল মোদি সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু-র কাছে সেই কমিটি রিপোর্ট জমা পড়ার পর প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।