NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
একাত্তরের ভারতের কথা মনে রেখে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি আমরা, শিলচরে এসে বললেন বাংলাদেশের মন্ত্রী
শিলচর-সিলেট মৈত্রী উতসবের সূচনা
ওয়েটুবরাক, ২ ডিসেম্বরঃ 1971-র মুক্তিযুদ্ধে ভারত যে ভাবে আমাদের আশ্রয় দিয়েছিল, সে কথা মনে রেখেই রোহিঙ্গারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এলে আমরা তাদের আশ্রয় দিই। শুক্রবার শিলচর-সিলেট মৈত্রী উতসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. একে আব্দুল মুমিন। তিনি বলেন, মায়ানমার আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে নেব-নিচ্ছি করে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে।
শিলচরের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক যোগ রয়েছে, এ কথা উল্লেখ করে মুমিন শোনান, বিশ্বে দুটি জায়গায় মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন মানুষ। একটি বাংলাদেশে, অন্যটি ভারতের শিলচরে। ১৯৫২-র পরে ১৯৬১। শিলচরে তিনি আগে না এলেও তাঁর সঙ্গে এই অঞ্চলের বহু পুরনো সম্পর্ক। মুমিন নিজের বক্তৃতায় বলেন, তাঁর ঠাকুরদা আসামের সিভিল সার্ভিসে চাকরি করেছেন। তিনি ১৯১১ সালে গুয়াহাটির জেলাশাসক ছিলেন। আসামের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ ছিলেন তাঁর বাবার মামা । কিন্তু তাঁর আক্ষেপ, ৭৫ বছর ধরে সব বিচ্ছিন্ন। তবে তাঁরা সবসময়েই ভারতের পাশে থেকেছে, এই দাবি করে বিদেশমন্ত্রী বলেন. গত বন্যায় ত্রিপুরার তেল ও পণ্যসামগ্রী বাংলাদেশের জলপথে ত্রিপুরায় পাঠানো হয়। কারণ তাদের বিশ্বাস, উত্তর-পূর্ব ভারত উন্নত হলে বাংলাদেশেরও লাভ।
Live: Silchar Sylhet Festival 2022 Inagural Session. https://t.co/UyNqfxzDLK
— G Kishan Reddy (@kishanreddybjp) December 2, 2022
ভারতের ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডি এ দিন সিলেটের ঐতিহ্যের কথা উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের কথা শোনান। তিনি জানান, ভারতে যত বিদেশি রোগী আসেন, তার ৩৫ শতাংশ একা বাংলাদেশের।
উদ্বোধনের পরই স্বাগত ভাষণ দেন সাংসদ ডা. রাজদীপ রায়। বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।