NE UpdatesHappeningsBreaking News
একাংশ ছাত্র-শিক্ষকের ফাঁকিবাজি ধরতে মঙ্গলবার থেকে শিক্ষাসেতু অ্যাপ বাধ্যতামূলক
ওয়েটুবরাক, ১ অক্টোবর : স্কুলে ছাত্রছাত্রীদের একাংশ যেমন প্রায়ই অনুপস্থিত থাকে, তেমনি একাংশ শিক্ষকের বিরুদ্ধে ফাঁকিবাজি, মিডডে মিল-পোশাক বিতরণে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের৷ তাদের নিয়ন্ত্রণে আনতে শিক্ষাসেতু অ্যাপ চালু করা হলো৷ নানা ইস্যুতে এই অ্যাপ চালু করা নিয়ে শিক্ষকদের অনেকের আপত্তি, আন্দোলন থাকলেও শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানান, আগামী মঙ্গলবার থেকে এই অ্যাপের নির্দেশ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে৷ নইলে কর্তব্যে গাফিলতির অভিযোগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ওই অ্যাপেই এখন থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাজিরা নিশ্চিত করা হবে৷
তিনি বিদ্যালয়ের প্রধানশিক্ষক বা অধ্যক্ষের ওপর প্রতিষ্ঠান পরিচালনার প্রশাসনিক দায়িত্ব অর্পণ করে বলেন, তবে তাঁদের নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে৷