Barak UpdatesHappeningsBreaking News

একনজর বরাকে

  • পাথারকান্দির কলকলিঘাটে রেলে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬২ বছরের ওই মহিলা রানি শুক্লবৈদ্য। ধর্মনগর থেকে শিলচরগামী মালগাড়ির নিচে কাটা পড়ে তিনি প্রাণ হারান।
  • পাঁচগ্রামে ট্রেনের ধাক্কায় আবু শাহিদ লস্কর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর। তিনি কালীনগর প্রথম খণ্ডের বাসিন্দা। শিলচর আগরতলা ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান বলে জানায় পুলিশ।
  • মনিষী উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৭তম জন্মদিন ছাত্র দিবস হিসেবে পালন করেছে শিলচরের গুরুচরণ কলেজ। অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয় কলেজের ইতিহাস বিভাগ। পৌরোহিত্য করেন অধ্যক্ষ ড. বিভাস দেব।
  • জারইলতলা-রানিফেরি সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন। বেহাল সড়কটিকে বাঁচাতে ১০.২০ টনের ওপর ভারী যান চালানো যাবে না। জারইলতলা বাজার তেমাথায় আয়োজিত এক বৈঠকের পর এ স ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • পাথারকান্দির বাটইয়া এলাকা থেকে ২৭৬ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করেছে আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়ন ও পাথারকান্দি পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য ৫৫ লক্ষ টাকা। ধৃত পাচারকারী কবির উদ্দিনকে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিয়েছেন আসাম রাইফেলসের জওয়ানরা।
  • করিমগঞ্জের চরাকুড়ি এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে এক মহিলাকে আটক করেছে পুলিশ। রুমানা বেগম নামের ওই মহিলাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছেন। মহিলা বর্তমানে করিমগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker