Barak UpdatesHappeningsBreaking News
একদিনেই রক্ত দিলেন প্রবীণতম-নবীনতম
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বরঃ রক্তদানের বয়স ফুরিয়ে যাচ্ছে। শেষ রক্ত দেওয়ার সুযোগ যাতে মার না খায় সেজন্য তড়িঘড়ি করে আজ শুক্রবার রক্তদান করলেন হাইলাকান্দি এসএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ দত্ত।
আরেকজন রক্তদানের জন্য উশখুশ করছিলেন। কিন্তু বয়স হচ্ছিল না। ১৮ পেরোতেই সুযোগ খুঁজছিলেন রক্তদানের। আজ রক্তদান করলেন সায়ন্তনী পাল ওরফে মিঠিও।
কাকতালীয় ভাবে রক্তদানের হিসেবে নবীনতম ও প্রবীণতম একই সঙ্গে রক্তদানে উপস্থিত হন। পরিতোষ দত্ত সায়ন্তনীকে রক্তদান আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ”তোমার হল শুরু, আমার সারা।” তিনি জানান, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং নানা সাহেবকে শ্রদ্ধা জানিয়ে জীবনের শেষ রক্তদান করলেন। এ দিকে, নাট্যকর্মী সায়ন্তনীও প্রথমবার রক্ত দিয়ে বললেন, “বেশ আনন্দ হচ্ছে৷ তৃপ্ত বোধ করছি৷”