Barak UpdatesBreaking News
একঝাক নতুন কণ্ঠ নিয়ে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘উত্তরসূরি’
২৬ সেপ্টেম্বর : আগামী ২৮ সেপ্টেম্বর সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিন উপলক্ষে শিলচরের শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশন নিয়ে আসছে একটি নতুন মিউজিক ভিডিও ‘উত্তরসূরি’। ষাটের দশকে লতাজির গাওয়া সলিল চৌধুরীর একটি বিখ্যাত কম্পোজিশনকে নতুনভাবে তুলে ধরছে প্রোডাকশন। নতুন প্রজন্মের বরাক উপত্যকার কুড়িজন শিল্পী এই প্রযোজনায় গান গেয়েছেন।
শিলচরের তরুণ সংগঠক তথা বাচিকশিল্পী শিবম দাসের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত উত্তরসূরির আনুষ্ঠানিক উন্মোচন হবে শিলচর পার্ক রোডের সংগীত বিদ্যালয়ে ২৭ সেপ্টেম্বর সন্ধে ছটায়। এই অ্যালবামটি উন্মোচন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত কুমার দাস। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। সঙ্গে থাকবেন শহরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ও গুরুচরণ কলেজের অধ্যাপক ড. শ্যামলী কর ভাওয়াল।
উত্তরসূরি উন্মোচনের পাশাপাশি এই সন্ধ্যায় থাকবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিলচরের বেশ কয়েকটি নাচ ও গানের দল অংশ নেবে। থাকছে একক আবৃত্তি ও গানের অনুষ্ঠানও। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক শিবম দাস ও অরিন্দম চক্রবর্তী।