India & World UpdatesHappeningsBreaking News
একগুচ্ছ বই সহ, পত্রিকা প্রকাশ করল ‘ছাপাখানা’
ওয়েটুবরাক, ২১ জুন : কলকাতার ছাপাখানা প্রকাশনা একগুচ্ছ বই সহ ‘ছাপাখানা পত্রিকা’ নামে তাদের পত্রিকা প্রকাশ করল নন্দন চত্বরে অবনীন্দ্র সভাগৃহে। গত রবিবারে এই অনুষ্ঠানের শুরুতেই উন্মোচিত হয় মহর্ষি দেবেন্দ্রনাথের নিযুক্ত প্রথম আশ্রম অধ্যক্ষ অঘোরনাথ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নথিপত্র থেকে ব্রতীন চট্টোপাধ্যায় এবং শ্রীলা চট্টোপাধ্যায় সম্পাদিত ‘অঘোরনাথ-নথি এবং শান্তিনিকেতন আশ্রম’ বইটি। এই বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন শান্তিনিকেতনের তিন প্রাক্তনী প্রথিতযশা সাংবাদিক রজত রায়, দক্ষিণমেরু অভিযাত্রী সমুদ্রতত্ত্ববিদ সুগত হাজরা, ঈশ্বরকণা নিয়ে আন্তর্জাতিক গবেষণাদলের সদস্য পদার্থবিজ্ঞানী সাত্যকি ভট্টাচার্য। বইটি নিয়ে বক্তব্য রাখেন রজত রায় এবং অন্যতম সম্পাদক ব্রতীন চট্টোপাধ্যায়।
এরপর ‘ছাপাখানা পত্রিকা’র আত্মপ্রকাশ সংখ্যা উন্মোচন পর্বে পত্রিকা সম্পাদক আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্বাকের সঙ্গে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন সাহিত্যিক প্রতিভা সরকার, সাহিত্যিক কুন্তল রুদ্র এবং অধ্যাপক শৌভিক মুখোপাধ্যায়।
এই দিন ছিল কবি গোবিন্দ চক্রবর্তীর জন্মশতবর্ষ। কন্যা বাসবী চক্রবর্তীর সম্পাদনায়, গোবিন্দ চক্রবর্তীর ‘নির্বাচিত কবিতা’ উন্মোচিত করেন কবি মৃদুল দাশগুপ্ত। কবি গোবিন্দ চক্রবর্তীর জন্মশতবর্ষ উপলক্ষে এই পত্রিকা এবং বই প্রকাশের ফাঁকে কবির স্মৃতিচারণা করেন কবি মৃদুল দাশগুপ্ত, কবি জয় গোস্বামী, অধ্যাপিকা কৃষ্ণা রায় প্রমুখ।
গত রবিবারের ঐ দীর্ঘ অনুষ্ঠানের শেষদিকে, উত্তর-পূর্বের বাঙালির অস্তিত্বের সংকট ও আর্তি নিয়ে প্রকাশিত হয় কবি পার্থ প্রতীম মৈত্রের কবিতা সংকলন। রাষ্ট্রহীনের কবিতাগুছ নামে এই বইটি উন্মোচন করেন কবি জয় গোস্বামী, কবি কুন্তল রুদ্র এবং দার্শনিক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
এর পর দার্শনিক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের যুগ্ম অধিকর্তা দেবকুমার হাজরার হাতে প্রকাশ হয় ছাপাখানা প্রকাশনার অন্যতম আকর্ষণ মুদ্রাতত্ত্ব নিয়ে হিন্দোল ঘোষ দস্তিদারের বই আশরফিনামার তৃতীয় খণ্ড।
বিভিন্ন বই এবং পত্রিকা নিয়ে বক্তব্য রাখেন প্রথিতযশা সাংবাদিক রজত রায়, অধ্যাপক ব্রতীন চট্টোপাধ্যায়, লেখক প্রতিভা সরকার, লেখক হিন্দোল ঘোষ দস্তিদার, কবি পার্থ প্রতিম মৈত্র, দার্শনিক দেবপ্রসাদ বন্দোপাধ্যায়, এবং ‘ছাপাখানা পত্রিকা’ সম্পাদক অধ্যাপক চার্বাক।