Barak UpdatesHappeningsBreaking News
একই মঞ্চে বিদায় সংবর্ধনা নিলেন ডাঃ আশুতোষ বর্মন, তফজ্জুল হোসেন ও বন্দনা ভট্টাচার্য
ওয়েটুবরাক, ২ জানুয়ারি: একজন ব্যতিক্রমী আধিকারিক হিসেবে কর্মজীবন থেকে অবসর নিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। বৃহস্পতিবার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো হয়। একই মঞ্চে লক্ষীপুর খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ তফজ্জুল হোসেন চৌধুরী ও উধারবন্দ স্বাস্থ্য খন্ডের ভারপ্রাপ্ত আধিকারিক তথা টিকল মডেল হসপিটালের ডেপুটি সুপার ডাঃ বন্দনা ভট্টাচার্যকে এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
এদিন সন্ধ্যায় এ উদ্দেশ্যে কার্যালয়ের সামনে প্যান্ডেল বেঁধে এক সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভুইয়া, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন ভৌমিক, অ্যানেস্থেসিস্ট ডাঃ রজত দেব, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ সন্দীপ রায়, জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ অরিজিৎ রায়, জেলা এন এইচ এমের কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখের উপস্থিতিতে এদিন সমষ্টিগত ও ব্যক্তিগতভাবে মানপত্র ও বিভিন্ন উপহার প্রদান করে বিদায় জানানো হয়। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে ডাঃ শিবানন্দ রায় বলেন, একজন কর্মচঞ্চল ও সবাইকে নিয়ে চলার এক ব্যতিক্রমী আধিকারিক ছিলেন ডাঃ বর্মন। ডাঃ ময়ীনুল ইসলাম বলেন, একজন সফল চিকিৎসক ও সফল আধিকারিক হিসেবে ডাঃ আশুতোষ বর্মনের কোনও তুলনা হয় না।
অনুষ্ঠানে দীর্ঘদিন একসঙ্গে কাজ করে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন রাহুল ঘোষ। তিনি বলেন, প্রতিদিন জেলার কোনও না কোনও স্থান পরিদর্শনে যেতেন ডাঃ বর্মন এবং সেখানকার সমস্যা পরখ করে তা কিভাবে সমাধান সম্ভব তার উপায় খুঁজতে ব্যস্ত থাকতেন। তিনি বলেন, তাঁরই নেতৃত্বে কাছাড় জেলা বহু বার বহুক্ষেত্রে আসাম সেরা হয়েছে। শিলচর সিভিল হাসপাতাল “কায়াকল্পে” রাজ্যসেরা, প্রথম স্বাস্থ্য উৎসবে আসাম সেরার পুরস্কার ছিনিয়ে এনেছে কাছাড়। এছাড়া তাঁরই আমলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুতে লাগাম টানতে সক্ষম হয়েছে কাছাড় জেলা।
বিদায়ী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ বর্মন বলেন, সবাইকে নিয়ে চলা ও সর্বোপরি টিমওয়ার্কে বিশ্বাসী হলে যে কোনও কঠিন কাজ তুলে আনা সহজ। তিনি বলেন, সবাই নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী। তাই সবাইকে নিয়ে একত্রে কাজ করতে পারলে জেলার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার সম্মানজনক অবস্থানে থাকবে। সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডাঃ জুরি শর্মা, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক কার্যালয়ের বড়বাবু অনিতা বর্মন, হাবুল বর্মণ, ডাঃ সুরেন সিংহ প্রমুখ। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ডাঃ আশুতোষ বর্মনের সঙ্গে ডাঃ তফজ্জুল হোসেন চৌধুরী ও বন্দনা ভট্টাচার্য চাকরি জীবন থেকে অবসর নেন। তাঁরাও অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে সকল স্তরের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের জন্য কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন সম্ভবপর হয়ে উঠেনি। শোক দিবসের মারপ্যাচে কেবল কার্যভার হস্তান্তর করা হয়। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন। একই দিনে, ডাঃ আশুতোষ বর্মন সহ অপর দুই বিদায়ী চিকিৎসক আধিকারিক ডাঃ তফজ্জুল হোসেন ও বন্দনা ভট্টাচার্যকে প্রথমে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধিত করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। পরে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে তিনজনকেই বিদায় সংবর্ধনা জানান সহকর্মীরা।