NE UpdatesAnalyticsBreaking News
একই চত্বরে থাকতে হবে ব্যালট বাক্স বিতরণ-গ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম, ভোটগণনা কেন্দ্র, নির্দেশ কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত অসম রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র, ব্যালট বাক্স সংগ্রহ কেন্দ্র, স্ট্রংরুম ও ভোট গণনা কেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। এজন্য রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের বেশ কিছু নির্দেশ জারি করেছে।
এই নির্দেশ অনুযায়ী, এ বার পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র, ব্যালট বাক্স সংগ্রহ কেন্দ্র, স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র একই চত্বরে স্থাপন করতে হবে। এ সম্পর্কে জেলাশাসকদের নির্দেশ জারি করে বেশ কিছু নীতি-নিয়ম নির্ধারণ করে দিয়েছে কমিশন। বলা হয়েছে, খোলামেলা স্থান থাকা ও প্রাঙ্গণে এইসব স্থাপন করতে হবে। কোনও অবস্থাতেই পৃথক পৃথক স্থানে স্থাপন করা যাবে না।
উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে পুলিশ সুপারদেরও একটি চিঠি পাঠিয়েছে। ওই চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য এলাকা বাছাই করার ক্ষেত্রে পুলিশ সুপাররা জেলাশাসকদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করতে হবে।
আগামী ২ ও ৭ মে দুটি পর্যায়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি পর্যায়ের জন্য আগামী ১১ এপ্রিল হচ্ছে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার বলেছেন, গত কয়েকদিনে প্রার্থীদের মনোনয়নপত্র খুব একটা জমা পড়েনি। তবে বুধ ও বৃহস্পতিবার কিছু মনোনয়নপত্র জমা পড়েছে। শেষ দিনেই বেশিরভাগ মনোনয়নপত্র জমা পড়বে। তিনি জানান, ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। তবে ওই দিনই নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।