NE UpdatesIndia & World UpdatesHappenings
এই প্রথম, মিজোরামেও কোভিডে মৃত্যু
ভারতে কোনও রাজ্য বাদ রইল না
২৮ অক্টোবরঃ বুধবার মিজোরামে কোভিডে আক্রান্ত হয়ে ৬২ বছরের এক ব্যক্তি প্রাণ হারান। ভারতে একমাত্র মিজোরামেই এতদিন কোভিডে কারও মৃত্যু হয়নি। মিজোরামের তথ্য ও জনসংযোগ দফতর টুইট করে জানিয়েছে, এই মৃত্যু পার্বত্য রাজ্যটিতে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রথম কোভিড-মৃত এই ব্যক্তি অবশ্য অন্যান্য উপসর্গেও ভুগছিলেন। গত দশদিন ধরে তিনি জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মিজোরামে এ পর্যন্ত ২ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ২৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৩৭৩জন বর্তমানে চিকিৎসাধীন। মিজোরাম স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এর মধ্যে অনেকের আবার সংক্রমণ উৎস বোঝা যাচ্ছে না। ফলে আইজলে মঙ্গলবার থেকে সাতদিনের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি সেবা ছাড়া সমস্ত দোকানপাট, অফিসকাছারি আগামী তিন নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে লেংপুই বিমানবন্দরে বিমান যথারীতি ওঠানামা করবে। সে জন্য যাত্রীদের চলাচলের জন্য আগে থেকেই সরকারি অনুমতিপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।