Barak UpdatesHappeningsBreaking News

এই আনন্দের অপেক্ষাতেই বেঁচে আছি, বললেন একানব্বইয়ের রম্যবালা নাথ

ওয়েটুবরাক, ৭ জুন: মেধা তালিকায় বরাকের একমাত্র স্থানাধিকারী বিশ্বদীপ নাথকে নিয়ে উপত্যকা জুড়ে আনন্দ-উচ্ছ্বাস৷ সবাই খুশি, উপত্যকার মান বাঁচিয়েছে হলিক্রস স্কুলের এই ছাত্র৷ মা-বাবা-জেঠুরা তো বটেই, সবচেয়ে খুশি  ঠাকুমা রম্যবালা নাথ৷ বললেন, “এই আনন্দের অপেক্ষাতেই তো ৯১ বছর বয়সেও বেঁচে আছি৷ শরীর মোটেও ভালো যাচ্ছে না৷ বিছানাতেই বসে থাকি৷ প্রায়ই ঠাকুরকে বলি, এখন নিয়ে যাও৷ আবার তখনই মনে হয়, নাতির মাধ্যমিকের ফলটা জানব না ! পজিশন পেয়েছে, এ বড় আনন্দের কথা‌৷”

Rananuj

তিন ছেলে তাঁর৷ কেউ শিক্ষক, কেউ চিকিৎসক৷  মাকে নিয়ে গর্বিত ছেলেরাও৷ বিশ্বদীপের বাবা ডা. বিদ্যুৎ নাথ মায়ের বিছানায় রাখা রেডিওটা দেখিয়ে বললেন, নিয়মিত খবর শোনা চাই৷ সকাল হলেই পত্রিকা খোঁজেন৷

ছেলের কথা টেনে নিয়েই বৃদ্ধা বলেন, “ব্রিটিশ আমলের পড়াশোনা আমাদের৷ এখনও কানে স্পষ্ট শুনি, চোখেও দেখি৷” ঘরভর্তি লোক বলে ওঠেন, “এভাবেই আপনাকে শতায়ু দেখতে চাই৷” পাশে বসে বিশ্বদীপ শোনায়, “ঠাকুমার আশীর্বাদেই তো পজিশনটা সম্ভব হয়েছে৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker