Barak UpdatesHappenings

এআইডিএসওর প্রতিষ্ঠা দিবসে শিলচরে ছাত্র সমাবেশ

২৮ ডিসেম্বর: সোমবার এআইডিএসও’র ৬৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর গান্ধীভবনে  ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস। বেলা সাড়ে এগারোটা নাগাদ সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি মিছিল গান্ধী ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে সভাস্থলে পৌঁছায়। সেখানে দিল্লির কৃষক আন্দোলনে শহিদদের উদ্দেশ্যে স্থাপিত বেদীতে মাল্যদান করা হয়৷

শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস৷ শিলচর শহরে অটো ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ও সিটি বাস চালানোর দাবিতে, স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগ ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে প্রস্তাব তুলে ধরেন আপনলাল দাস, রীতা বাগতি ও শেফালী দাস। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন ডোনা বর্মন, স্বপন চৌধুরী ও তুতন দাস।

এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন, স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবীদের স্বপ্ন ছিল স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা। তারা চেয়েছিলেন, দেশের সকল ছাত্র-ছাত্রীদের জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হোক। কিন্তু স্বাধীনতার পর থেকেই শিক্ষাকে ক্রমাগত ভাবে সংকুচিত করার পরিকল্পনা গৃহীত হয়েছে। ১৯৮৬ সালের শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষার ব্যবসায়ীকরণ, ব্যক্তিগতকরণের পথ প্ৰশস্ত করা হয়েছিল। তিনি এও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে আন্তর্জাতিক পণ্যে পরিণত করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি, ২০২০ প্রণয়ন করেছে। এই শিক্ষানীতি শিক্ষার্জনের মূল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন ও চরিত্র গঠনের বিপরীতে শিক্ষার্থীদের যন্ত্রমানবে পরিণত করবে। শিক্ষার উপর নেমে আসা এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker