NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
উৎসস্থল বাংলাদেশের রামগঞ্জ, কাঁপল বরাক-পশ্চিমবঙ্গও
ওয়েটুবরাক, ২ ডিসেম্বর : শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। উৎসস্থল কুমিল্লা শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।
ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গে। বিশেষ করে, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।
বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সে দেশের আবহাওয়া দফতরের কর্তা রবিউল হক জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল ছিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ। বাংলাদেশে অনেকেই ভূমিকম্প টের পেয়েছেন। আতঙ্কে তাঁরা ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। সমাজমাধ্যমেও অনেকে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।