Barak UpdatesHappeningsBreaking News
উৎসবের প্রথম দিনে করিমগঞ্জে করোনা-টিকা নিলেন ৬৫০ জন
ওয়েটুবরাক, ১২ এপ্রিল: রবিবার টিকা উৎসবের প্রথম দিনে করিমগঞ্জ জেলায় ৬৫০ জন করোনা প্রতিষেধক নিয়েছেন৷ এ নিয়ে এ পর্যন্ত জেলায় কোভিড টিকা নিয়েছেন ৪১ হাজার ৬৭১ জন৷ জাতীয় স্বাস্থ্য মিশন-এর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার হানিফ আলম জানিয়েছেন, জেলায় কোভিডের টিকাকরণ জোরদার করা হয়েছে। জনসাধারণকে করোনা বিধি কঠোরভাবে মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
এ দিকে, রবিবার ৫৫৭ জনকে রেপিড অন্টিজেন টেস্ট করে ৭জনকে পজিটিভ পাওয়া যায়। এদিন কারও আরটিপিসিআর টেস্ট হয়নি । কাউকে ডিসচার্জ দেওয়াও হয়নি । কোভিডের দ্বিতীয় ঢেউয়ে জেলায় রবিবার পর্যন্ত ২৫জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ।