NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

উৎকোচ মামলায় চাকরি খোয়ালেন এসআই নিপু কলিতা

ওয়েটুবরাক, ২ জুলাই : বরাক উপত্যকায় বেশ কয়েক বছর চাকরিতে থাকা সাব-ইন্সপেক্টর নিপু কলিতাকে বরখাস্ত করল আসাম পুলিশ৷  ডিজিপি জিপি সিংহ রবিবার টুইটারে জানান, “নিপু কলিতাকে উৎকোচ গ্রহণ ও বিভাগীয় বিধি ভঙ্গের জন্য আসাম পুলিশ থেকে বিতাড়িত করা হল৷ এই নির্দেশ ২৭ জুন থেকে কার্যকর হচ্ছে৷”

Rananuj


ডিজিপি তাঁর টুইটে নিপু কলিতা কাছাড় জেলায় কর্মরত থাকার সময়ের এক উৎকোচ মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন৷ তবে তাঁর বিরুদ্ধে চার কোটি টাকার বাজেয়াপ্ত সোনার বিস্কুট সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে৷ ওই মামলায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলিশ তাকে গ্রেফতার করে৷ তখন চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন৷ এ বার বিভাগীয় প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে পুরোপুরি চাকরিচ্যুত করা হয়৷

পরপর দুদিনে দুই পুলিশ অফিসার চাকরি থেকে পুরো বরখাস্ত হলেন৷ থানায় কিশোরীর নগ্ন ছবি তোলার জন্য শনিবারই ইন্সপেক্টর বিমান রায়ের চাকরি যায়৷ রবিবার উৎকোচ মামলায় চাকরি খোয়ালেন নিপু কলিতা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker