Barak UpdatesHappeningsBreaking News
উপাচার্য রাজীবমোহন পন্থকে সংবর্ধিত করলো সম্মিলিত লোকমঞ্চ
কালিকাপ্রসাদ ও রাজমোহন নাথের নামে দুটি অধ্যাপকের চেয়ার সৃষ্টির দাবি
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল : আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজীব মোহন পন্থকে বুধবার সংবর্ধনা জানাল সম্মিলিত লোকমঞ্চ, শিলচর। সাংস্কৃতিক সংগঠনটির এক প্রতিনিধিদল বুধবার উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁকে একটি স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায়, সহ-সভাপতি রসরাজ দাস, সাংগঠনিক সম্পাদক কানাইলাল দাস, পিনাকপানি নাথ, রাজশ্রী নাথ, ঝিমলি নাথ ও সপ্তমিতা নাথ।
প্রতিনিধিদলটি উপাচার্য অধ্যাপক পন্থের সঙ্গে বরাক উপত্যকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। সংস্থার তরফে সহ-সভাপতি রসরাজ দাস উপাচার্যের নিকট বিখ্যাত প্রকৌশলী, ইতিহাসবিদ তথা পুরাতত্ত্ববিদ প্রয়াত রাজমোহন নাথ এবং ভারতবর্ষের খ্যাতনামা লোকশিল্পী তথা লোকসংগীত বিশেষজ্ঞ প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য—বরাক উপত্যকার এই দুই সুসন্তানের নামে দুটি অধ্যাপক-চেয়ার সৃষ্টি করার দাবি জানান৷ রসরাজবাবু বলেন, যেহেতু আসাম বিশ্ববিদ্যালয় বরাকের মানুষের আন্দোলনের ফলেই হয়েছে, কাজেই বরাক উপত্যকার এই দুই সুযোগ্য সন্তানের নামে আসাম বিশ্ববিদ্যালয়ে দুটি অধ্যাপকের চেয়ার সৃষ্টি করা হোক।
এদিকে উপাচার্য অধ্যাপক পন্থ প্রতিনিধিদলকে এ বিষয়ে লিখিত আকারে একটি স্মারক পত্র তাঁর কাছে প্রদান করার জন্য বলেন এবং তিনি বরাক উপত্যকার মানুষের আবেগের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বলে প্রতিনিধিদলকে আশ্বাস দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন সম্মিলিত লোকমঞ্চের সদস্য কমলেশ দাশ।