India & World UpdatesHappeningsBreaking News
উপসাগরীয় দেশ থেকে ৫টি বিমানে ফিরলেন ৯০০ ভারতীয়
১৩ মে : উপসাগরীয় কয়েকটি দেশ থেকে বুধবার ৫টি বিমানে ৯০০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই পাঁচটি বিমানের মধ্যে দুবাই থেকে দুটি, কুয়েত থেকে দুটি এবং জেদ্দা থেকে একটি বিমান দেশে পৌছে। উপসাগরীয় দেশ থেকে এই বিমানগুলো দিল্লি, অমৃতসর, ক্যালিকুট, আহমেদাবাদ এবং কোজিকোডের উদ্দেশে যাত্রা করে। এর মধ্যে দুবাই থেকে দুটি বিমান অমৃতসর ও দিল্লি, কুয়েত থেকে দুটি কোজিকোড ও আহমেদাবাদ এবং জেদ্দা থেকে একটি কালিকুট আসে।
দুবাই দিল্লির বিমানটিতে ছিলেন প্রায় ২৪৫ জন যাত্রী। এর মধ্যে ১০০ জন এমন যাত্রী ছিলেন, যারা চাকরি হারিয়েছেন, ৩০ জন ছিলেন প্রবীণ নাগরিক এবং অন্যদের মধ্যে বহু আটকে পড়া পর্যটক, শিক্ষার্থী এবং কয়েকজন গর্ভবতী মহিলাও ছিলেন। দুবাই অমৃতসর বিমানের প্রায় ১৭৮ জন যাত্রীর মধ্যেও চাকরি হারিয়ে অনেকে ফিরেছেন। বাকিদের মধ্যে ৩১ জন জরুরি চিকিতসার রোগী, বেশ কয়েকজন আটকে পড়া পর্যটক এবং কয়েকজন প্রবীণ নাগরিক ছিলেন। এমনকি লকডাউনের জন্য গত ৫৬ দিন ধরে দুবাই বিমানবন্দরে আটকে থাকা অন্তত ছয় যাত্রীও এই দুটি বিশেষ বিমানে এদিন দেশে ফিরেছেন।
দুবাই থেকে আসা এই দুটি বিমান ছয়জনের মৃতদেহও নিয়ে এসেছে। কুয়েত থেকে বিমানে আহমেদাবাদ ও কোজিকোডে এসেছেন ৩৩০ জন। জেদ্দা থেকে আটকে পড়া ১৪৭ জনকে এ দিন বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে।