India & World UpdatesHappeningsBreaking News
উপনির্বাচনে তৃণমূল চারে চার
ওয়েটুবরাক, ৩ নভেম্বর : পশ্চিমবঙ্গের চার বিধানসভা আসনের উপনির্বাচনে চারটিতে জিতেছে শাসক তৃণমূল কংগ্রেস৷ তিন কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে৷
খড়দহ কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ৯৩ হাজার ৮৩৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। পাশাপাশি গোসাবায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দিনহাটাতেও তৃণমূল প্রার্থী উদয়ন গুহর রেকর্ড জয়। এই জয় দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে। শান্তিপুরে জয়ী হয়েছেন ব্রজকিশোর গোস্বামী। ব্যবধান ৬৪ হাজার ৪৩৬ ভোট।
গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। এর মধ্যে পাখির চোখ ছিল খড়দহ। কারণ সেখানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হন। তিনি একুশের ভোটে ভবানীপুরে জয়ী হলেও পরে ইস্তফা দেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে লড়বেন বলে তাঁকে সেই আসন ছেড়ে দিতে হয়।
দিনহাটা ও শান্তিপুর আসনে একুশের ভোটে জয়ী হয় বিজেপি। জিতেছিলেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। দল তাঁদের সাংসদ হিসাবেই রেখে দেয়। ফলে নতুন বিধায়কের প্রয়োজন পড়ে এখানে। দুটোই হাতছাড়া হল পদ্মশিবিরের৷