Barak UpdatesHappeningsBreaking News
উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগে ধলাইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর গুচ্ছঘোষণা
ওয়েটুবরাক, ২২ আগস্টঃ ধলাই বিধানসভা আসনের উপনির্বাচন ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। এর ঠিক আগমুহুর্তে ওই এলাকায় গিয়ে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বড়জালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস করে সেখানে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বলেন…
… দুই বছরের মধ্যে বড়জালেঙ্গা কলেজের নির্মাণকাজ শেষ হবে। বিজ্ঞান, কলা বা বাণিজ্য যে কোনও দুই বিভাগ পড়ানো হবে।
… নরসিংপুরে আর একটি কলেজ হবে। আগামী বছর এর শিলান্যাস করা হবে।
… প্রতি বিধানসভা কেন্দ্রে আরও দশ হাজার জনকে অরুণোদয়ের আওতায় আনা হবে। তবে ধলাই আসনের জন্য অতিরিক্ত মিলবে আরও পাঁচ হাজার। ফলে এখানে নতুন করে অরুণোদয় পাবেন আরও ১৫ হাজার মহিলা। আগামী ১৫ সেপ্টেম্বর এই প্রক্রিয়া শুরু হবে।
… বায়োমেট্রিক দিয়ে আধার আটকে থাকা মানুষদের আধার কার্ড পাইয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। শীঘ্র এর সমাধান মিলবে।
… পাঁচ হাজার নতুন রেশন কার্ড দেওয়া হবে ধলাই কেন্দ্রে।
… তিরিশ শয্যা বিশিষ্ট ধলাই হাসপাতালটিকে এখনই পঞ্চাশ শয্যার করা হবে। পরে একে একশো শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। প্রাথমিক ভাবে হাসপাতালের জন্য পাঁচ কোটি টাকা মঞ্জুর করা হল।
… ধোয়ারবন্দে একটি হাসপাতাল নির্মাণ হবে।
…ভুবনমন্দিরে যাওয়ার রাস্তার অসম্পূর্ণ অংশ শীঘ্র সম্পন্ন করা হবে।
… শিলচর বাইপাস খেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ফাইসাং পর্যন্ত রাস্তা ডাবল লেন হবে।
…আমড়াঘাটে ১৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে ।
… পালংঘাটে দশ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
… দীনেশ দেব পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে নির্মাণ কাজের জন্য আট কোটি বরাদ্দ করা হয়েছে।