Barak UpdatesHappeningsBusinessBreaking News
উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে শিলচরে ক্যাপিটাল ডায়েগনস্টিক সেন্টারের সূচনা
ওয়েটুবরাক, ৭ ফেব্ৰুয়ারি : উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে শনিবার শিলচরে আনুষ্ঠানিক ভাবে ক্যাপিটাল ডায়েগনস্টিক সেন্টারের সূচনা হয়েছে। এদিন সকালে পূজার্চনার মধ্য দিয়ে সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের স্বত্বাধিকারী বুথমল বৈদ, জয়জিৎ বিশ্বাস, সুশীল গাঙ, পুলক দাস, ডা. সৌমিত্র দত্ত , ডাঃ জে আর চৌধুরী । ছিলেন সমাজসেবী মূলচান্দ বৈদ, স্বর্ণালী চৌধুরী, মৃদুল মজুমদার, দেবজ্যোতি ঘোষ প্রমুখ।
নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, তাঁদের সেন্টারে রোগীরা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করবেন । এগুলো হলো -কনসালটেশন, হেলথ চেক, প্রিয়ডিয়াটিক্স, গাইনোলজি, স্কিন কেয়ার, অর্থপেডিক, সাইকোথেরাপি, সাইকিয়াট্রি, গ্যাস্টোন্ট্রলজি, ইউরোলজি, ডায়েগনস্টিক, জেনারেল মেডিসিন, ইএনটি, কার্ডিওলজি ও নিউরোলজির চিকিৎসা৷ থাকছে প্যাথলজি, এক্স-রে, ইসিজি, আল্ট্রা সনোগ্রাফি, টিএমটি, এন্ডোসক্রপি৷ সব ধরনের ওষুধ পত্র পাওয়ারও ব্যবস্থা তাঁরা করেছেন বলে জানিয়েছেন।