Barak UpdatesHappeningsBreaking News
উনিশের সব অনুষ্ঠান বাতিল করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
ওয়েটুবরাক, ১৬ মে : ভয়াবহ বন্যা পরিস্থিতিকে সামনে রেখে সব ধরনের অনুষ্ঠান বাতিল করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। পূর্বনির্ধারিত ১৭ মের মহাপথচলা এবং ১৮ মের গান্ধীবাগে আলপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান না করারই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এমনকী ভাষাশহিদ দিবসেও শুধু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছাড়া আর কিছু হবে না৷ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বাতিল করে দেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী মালুগ্রাম অঞ্চলে উদয়ন সংঘের মাঠে সোমবার এক স্বাস্থ্য শিবির হওয়ার কথা ছিল। সংস্থার কর্মকর্তাদের বক্তব্য, বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে কোনও ভাবেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন শোভা পায় না। বরং সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোই হবে ভাষাশহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে অর্থ ব্যয় হতো, সেই অর্থ নিয়ে বিভিন্ন সংগঠনকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানায় মঞ্চ। প্রশাসনের কাছে আবেদন জানায়, বর্তমান এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনও অবস্থায় যাতে কালোবাজারি এবং মূল্যবৃদ্ধি না ঘটে।
বরাকবাসীর কাছে তাদের অনুরোধ, “আপনারা নিজেদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে উনিশের সন্ধ্যায় এগারোটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন।”