Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে ‘শিশু সেবা সমারোহ’ নিরাময় যোগ শিক্ষা সংস্থানের

যোগ চেতনা অভিযান ঘনিয়ালা এনআরএসটিসি’তেও

ওয়ে টু বরাক, ৬ ডিসেম্বর : ‘শিশু সেবা সমারোহ’ করল শিলচরের ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান। এ উপলক্ষে এসএসএ, কাছাড়-এর অন্তৰ্গত উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজিত হয় নিরাময়-এর তরফে। কৰ্মসূচির অঙ্গ হিসেবে ছিল ডেইলি যোগ প্ৰ্যাকটিসেস ফর স্টুডেন্টস (ডিওয়াইপি) কৰ্মশালা, গ্ৰুপ মেডিটেশন, খাবার ও উপহার সামগ্ৰী বিতরণ ইত্যাদি।

২ ডিসেম্বরের এই আয়োজনে একই সঙ্গে নিরাময়-এর উপদেষ্টা বিশিষ্ট লেখক-শিল্পী প্ৰয়াত মনোমোহন মিশ্ৰের ৭৪তম জন্মদিনও পালন করা হয়। প্ৰয়াত মিশ্ৰের পরিবারের তরফে আবাসিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন করানো হয়। পাশাপাশি তাঁদের চকোলেট ও শিক্ষা সামগ্ৰী দেওয়া হয়। এগুলোর সম্পূৰ্ণ ব্যয়ভার বহন করেন তুলসী মিশ্ৰ, মনোলীনা মিশ্ৰ, দেবলীনা মিশ্ৰ, শুভ্ৰজ্যোতি ভট্টাচাৰ্য ও জয়দেব চক্রবৰ্তী।

ওই দিনের কৰ্মসূচিতে যোগ কৰ্মশালা পরিচালনা করেন দুই যোগ প্ৰশিক্ষক রাতুল চক্রবৰ্তী ও শুভঙ্কর সাহা। নিরময় পরিবারের তরফে চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য, সমাদ্ৰিতা ভট্টাচাৰ্য, মহিলা শাখার সহ-সভানেত্ৰী শিউলি দেশমুখ্য, পুনম বিশ্বাস, ড. তুহিন দেশমুখ্য অংশ নেন। এসএসএ, কাছাড়ের পক্ষে সমগ্ৰ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডিকিউএম প্ৰসেনজিৎ দাস, সদস্য সচিব উপেন্দ্ৰ সিংহ ও রূপা রায়। তাছাড়া, আবাসিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কৰ্মীরা আয়োজনকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতা করেন।

এ দিকে ৪ ডিসেম্বর শিলচর ৯নং ঘনিয়ালা জুনিয়র বেসিকে থাকা এনআরএসটিসি’তে এক যোগ সচেতনতা কৰ্মসূচি আয়োজন করে নিরাময় যোগ শিক্ষা সংস্থান। এতে পড়ুয়াদের জন্য উপযোগী বিভিন্ন রকমের যোগ প্ৰক্রিয়ার অভ্যাস করানো হয়। পরে শিলচর এনআইটির অধ্যাপক ড. গৌতম চৌবে ও শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অংকিতা চক্রবৰ্তীর সৌজন্যে শিক্ষা-সামগ্ৰী ও খাবার বিতরণ করা হয়। ডিকিউএম রিনজয়ভূষণ নাথ, শিক্ষিকাদের মধ্যে সুনন্দা চক্রবৰ্তী, মিতালি শুক্লবৈদ্য, নিরাময় যোগ শিক্ষা সংস্থানের পক্ষে ড. তুহিন দেশমুখ্য, দ্বৈপায়ন ভট্টাচাৰ্য ও মুখ্য সংযোজক উপস্থিত ছিলেন। ওই দিন এনআরএসটিসির তরফে ডিকিউএম সহ নিরময়ের কৰ্মকতাদের সংবৰ্ধনাও জানানো হয়।

প্ৰসঙ্গত, ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান তার যোগ চেতনা অভিযান-এর অন্তৰ্গত প্ৰতিবছর সম্পূৰ্ণ বিনামূল্যে ৭০-১০০টি কৰ্মসূচি আয়োজন করে থাকে। বিশেষ করে প্ৰত্যন্ত এলাকার পড়ুয়াদের প্ৰতি বিশেষ নজর থাকে এই সংস্থানের। ঘনিয়ালা এনআরএসটিসির অনুষ্ঠান কাৰ্যত এই অভিযানের অঙ্গ হিসেবেই আয়োজিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker